Wednesday, 24 December 2014

চমৎকার ফিচারের একটি টিপস ।


আছ্ছালামু আলাইকুম । ছোট একটি টিপস , অনেকেরই হয়ত জানা । তারপরও যদি কেউ এমন একজন থাকেন যে জানেন না , তাহলে আমার লেখা সার্থক । টিপসটি এই রকম,আপনার ডেক্সটপে ২,৩,১০ টি কিংবা তার অধিক File,Folder,Software যাই Runing থাকুক বা মিনিমইছ করা থাকুক; মুহুর্তেই আপনার প্রয়োজনের File টি দেখতে পারেন । কম্পিটারে বিভিন্ন কাজ করার একাধিক File,Soft. Runing তাকথেই পারে । দুই ভাবে দেকতে পারেন Runing File গুলো । ১ টি System হলো Task Bar এ মাউস কারসর নিয়ে। এই System এ একটু ঝামেলা আছে । নীচের Gif Image দেখুন বুজতে পারবেন ।Task Bar এ File গুলো একস্তানে,Folder গুলো একস্তানে এবং প্রতিটা সফটওয়্যার আলাদা আলাদা স্তানে আছে । মাউস কারসর নিতে হচ্ছে বিন্ন বিন্ন স্তানে । আরও একটি সমস্যার সৃস্টি হয় TaskBar এ জায়গা কম থাকলে । এ সমস্যা সমাধান একটি Windows Sortcat Key = Wibdows Baton + Tab Baton চাপলে Runing All Thinks চমতকার একটি ফিচারে একই সাথে দেখা যাবে । ঐ Key দুটুর একটি চেপে ধরে অন্যটি চাপতে, আপনার কাঙ্কিত File টি আসলে,ছেরে দিন ।   

Read Full Post

Monday, 21 April 2014

এক ক্লিকেই ইনস্টল অনেক সফটওয়্যার

প্রাত্যহিক প্রয়োজনে নিজেদের কম্পিউটারে সর্বশেষ হালনাগাদসহ বিনা মূল্যের একাধিক সফটওয়্যার ইনস্টল করতে চাইলে প্রথমে ইন্টারনেটে ওয়েব ঠিকানা খুঁজে সেগুলো আলাদাভাবে নামিয়ে থাকি। তারপর একটা একটা করে বিভিন্ন অপশন ধাপে ধাপে নির্বাচন করে তবেই ইনস্টল করি। এ জন্য প্রত্যেকটি সফটওয়্যারের জন্য পৃথক সময় আর মনোযোগের দরকার হয়। সময় এবং ইনস্টলের ঝক্কি এড়িয়ে পছন্দের প্রোগ্রামগুলো চাইলে মাউসের এক ক্লিকেই কাজটি সম্পন্ন করা যায়। আনকোরা নতুন কিংবা পুরাতন কম্পিউটারে বিনা মূল্যের এসব সফটওয়্যার ইনস্টলের জন্য যেতে হবে www.ninite.com ঠিকানার ওয়েবসাইটে।
এই সাইটে ব্রাউজার, মেসেঞ্জার, মিডিয়া প্লেয়ার, ইউটিলিটি, এন্টি-ভাইরাস থেকে শুরু করে ব্যবহারকারীদের কাছে বেশি জনপ্রিয় বিনা মূল্যের সফটওয়্যারগুলোর তালিকা পাওয়া যাবে। সেখান থেকে নিজের দরকারি প্রোগ্রামগুলো টিক দিয়ে বাছাই করতে হবে। তারপর Get Installer নামের সবুজ রঙের বোতামটি ক্লিক করলে কয়েক কিলোবাইটের একটি কাস্টম ইনস্টলার তৈরি হবে। ইনস্টলারটি কম্পিউটারে নামিয়ে নিয়ে চালু করতে হবে। তখন যেসব সফটওয়্যার বাছাই করা হয়েছিল, সেগুলোর সর্বশেষ সংস্করণ তাদের স্বীকৃত ওয়েবসাইট বা উৎস থেকে আপনা-আপনি ডাউনলোড হয়ে ইনস্টল হতে থাকবে। এ ক্ষেত্রে কম্পিউটারটিকে ইন্টারনেট সংযোগ রাখা ছাড়া ব্যবহারকারীকে আর কিছুই করতে হবে না। নিশ্চিন্তে অন্য কাজ করতে থাকুন, একসময় দেখবেন সব প্রোগ্রাম নিজে থেকেই একে একে ইনস্টল হয়ে গেছে। ডেস্কটপে যুক্ত হওয়া সফটওয়্যারগুলোর শর্টকাট দেখেই বোঝা যাবে কোন কোন সফটওয়্যার ইনস্টল হয়েছে। ঝামেলামুক্ত এই ইনস্টলে কোনো টুলবার বা অতিরিক্ত জাঙ্ক ফাইল জমা হবে না। ইনস্টল করা সফটওয়্যারগুলো পরবর্তী সময়ে হালনাগাদ করতে চাইলে নামানো ইনস্টলারটি আবার চালু করলেই হবে। এভাবে বাঁচানো যাবে নিজের মূল্যবান সময়, কমবে ঝামেলা।
—মঈন চৌধুরী

Read Full Post

Sunday, 2 February 2014

এখন ফোল্ডার আইকন হিসেবে আপনার নিজের ছবি ব্যবহার করুন-Create Undeleteble Folder 3. একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে

প্রথমে আপনার ছবি বাছাই করুন এর পর আপনার ছবিটি পেইন্ট এর মাধ্যমে আপনার ছবি দিন ছবিটি থাকবে bmp Format করে Save করুন এর পর ছবিটি কাট/কপি করে C: Drive>Windows> System32> Past করুন এবার আপনি নতুন ফোল্ডার করে কার Properties> Customize>Change logo>   Browser>এখন আপনার ছবি যে নাম দিয়ে ছিলেন সেটা খুজুন এবং সিলেক্ট করে Ok>Apply> ok এবার দেখুন আপনার ছবি আইকন হয়ে গেছে। 

Create Undeleteble Folder

সেই ঐতিহাসিক ফোল্ডার :
সেই ঐতিহাসিক ফোল্ডার যা সহজে ডিলিট হবে না; ফোল্ডারের নাম পরিবর্তন তো দূরের কথা। কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আনডিলিটেবল ফোল্ডার বানানো যায়।

১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ করুন।
৪) যেই ড্রাইভে আনডিলিটেবল ফোল্ডার তৈরি করতে চান সেই ড্রাইভের নাম লিখুন । যেমন F:
৫) Enter প্রেশ করুন।
৬) এবার লিখুন md এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন।
৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন
৮) Enter প্রেশ করুন।
*********************
হা হা এবার F ড্রাইভে গিয়ে দেখুন । lpt1 নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যা ডিলিট করতে চাইলে নিচের  এই ম্যাসেজটি দেখাবে আর ডিলিট হবে না এবং রিনেইমও হবে না।
এইভাবে তৈরি করুন lpt1, lpt2, lpt3, lpt4, lpt5………………., com1, com2, com3………..ইত্যাদি নামে আরো অনেক আনডিলিটেবল ফোল্ডার।

3. একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে 

1. প্রথমে একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > Press করুন Alt + 255 +লিখুন Sihab > Enter প্রেস করুন।
2. দ্বিতীয় বার আর একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > লিখুন Sihab > Enter প্রেস করুন।
3. তৃতীয় বার আর একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > লিখুন Sihab + Press করুন Alt + 255 > Enter প্রেস করুন।
  ব্যাস হয়ে গেল একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে।







Read Full Post

পিসিতে ফোল্ডার নেম লিখুন বাংলাতে

ইউনিকোড সাপোর্ট করে এমন ফন্ট এবং কিবোর্ড ম্যানেজার থাকলে অনায়াসে আপনি ফোলডার নেম বাংলাতে লিখতে পারবেনশুধু ছোট একটা সেটিং পরিবর্তন করতে হবে
ডেস্কটপে খালি জায়গায় রাইট-বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন
Display Properties ওপেন হবেAppearance ট্যাবে গিয়ে Advanced বাটনে ক্লিক করুন
Advanced Appearance বক্স ওপেন হবেItem মেন্যু থেকে Icon সিলেক্ট করুন
ডিফলট ফন্ট থাকে Tahoma এবং ফন্ট সাইজ ৮ফন্ট পরিবর্তন করে
    Vrinda সিলেক্ট করুন এবং ফন্ট সাইজ পছন্দ মত সিলেক্ট করুনOK
    Apply দিন
এবার ফোলডার নেম টাইপ করার সময় বাংলা এনাবল করে টাইপ করলেই হবেইউনিকোড কিবোর্ড ম্যানেজার হিসেবে আমার পছন্দ Unijoy
 এই লিংক থেকে বিনামূল্যে Unijoy ডাউনলোড করতে

Read Full Post

Saturday, 1 February 2014

উইন্ডোজ কমপিউটারের জন্য বিশেষ কিছু ফোল্ডার

ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান? এটা আপনি খুব সহজেই করতে পারেন। এর জন্য শুধু আপনাকে একটা ফোল্ডার খুলতে হবে। এবং রিনেম করলেই হবে। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে, এই পদ্ধতিতে আপনি যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করতে চান তার আইকনে কোন শর্টকাট অ্যারো থাকবে না। আর সেটা দেখতে অরজিনাল এর মতই। শুরু করা যাক:
প্রথমে নতুন একটি ফোল্ডার নিবেন তার পর নীচের কোড কপি-পেস্ট :

কন্ট্রোল প্যানেল –        Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
মাই কম্পিউটার –        My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
রিসাইকেল বিন –        Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
ফোল্ডার অপশনস –      Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
মাই নেটওয়ার্ক প্লেস –   My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার –  Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
টাস্কবার ও স্টার্ট মেনু – Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
প্রিন্টার ও ফ্যাক্স –       Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা –   Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
সার্চ রেজাল্ট –            Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}

Read Full Post

সফটওয়্যার ছাড়া ফোল্ডারের পাসওয়ার্ড - এবার ফোল্ডার এর নাম গায়েব করুন

সফটওয়্যার ছাড়াও ফোল্ডারের password দেয়া যায়। সেজন্য যে ফোল্ডারটির password দিতে চান সেই ফোল্ডারের উপর মাইস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে send to অপশনের compressed (zipper) folder - ক্লিক করুন। ফলে ফোল্ডারটি zip folder - রুপান্তরিত হবে। এখন  zip folder - মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করি এবং open with অপশনেরcompressed (zipper) folder - ক্লিক করি। এখন নতুন যে উইনডোটি আসবে সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password - ক্লিক করতে হবে এবং password confirm password - একই password দিয়ে OK করতে হবে। তারপর ফোল্ডার খুলে দেখুন আপনার password হয়ে গেছে।

এবার ফোল্ডার এর নাম গায়েব করুন____

 আজ আপনাদের ফোল্ডার এর নাম কিভাবে গায়েব করতে হয় টা দেখাব, প্রথমে যেকোনো ফোল্ডার এর উপর right click দিয়ে rename এ যান,এখন backspace press করে alt চাপ দিয়ে দরে রেখে 0160 press করুন এবার enter চাপ দিয়ে মজা দেখুন্‌।

Read Full Post

Saturday, 28 December 2013

বাংলা ইবুক,ইসলামিক সাইট, বুক, অডিও ভিডিও - চমৎকার কিছু ওয়েবসাইট

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের জীবন অনেকটাই ওয়েবভিত্তিক। কেননা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল কিছুই এখন ওয়েবে পাওয়া যাচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের প্রয়োজনে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করে থাকি। এসব সাইট নিয়মিত ভিজিট করার অন্যতম কারণ তথ্যের পরিপূর্ণতা ও ভিজিটে স্বাচ্ছন্দ্যবোধতা। সর্বোপরি সব মিলিয়ে সাজানো-গুছানো সুন্দর একটি সাইট আমরা সকলেই নিয়মিত ভিজিট করে থাকি। তবে এর বাইরে আরও কিছু সাইট রয়েছে যেগুলো তার নির্মাণ শৈলীর মাধ্যমে অন্যান্য সাইট থেকে সম্পূর্ণ আলাদা। এসব সাইট ভিজিট করলে অনেকেই আশ্চর্যান্বিত হয়। আসুন এমন কিছু ওয়েবসাইট থেকে ঘুরে আসি।

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 বিভিন্ন রাইটার এর ৭০ টি বাংলা ইবুক ডাউনলোড করুন, “একদম মাগনা” জুলাই
বিসমিল্লাহির রাহমানির রাহিম।  সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।আজকে আমি আপনাদের জন্য কিছু ইবই শেয়ার করব পড়ে দেখতে পারেন। এখানে বিভিন্ন(Pappo) লেখকদের ৭০ টি ইবুক আছে, এবং সবগুলাই সম্পূর্ণ ফ্রী । যে বই টি ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করে ডাউনলোড করে নিন।
Robindronath Tagore Ebooks 

                                                              

১. শেষের কবিতা
২. চোরাই ধন
৩. সমাপ্তি
৪. গুপ্তধন
৫. রবীন্দ্রনাথ এর ১৫৪ টি গল্প একটি বই তে
Humayun Ahmed Ebooks ১. এই শুভ এই
২. নিষাদ
৩. হিমু রিমান্ডে
৪. পাখি আমার একলা পাখি
৫. রহস্য
৬. ভয়
৭. আমাদের সাদা বাড়ি
৮. অনন্ত নক্ষত্রবিধি
৯. পায়ের তলায় খড়ম
১০. মেঘের উপর বাড়ি
১১. এবং হিমু
১২. অদ্ভুত সব গল্প
১৩. এই মেঘ এই রোদ্র
Somoresh Mojumdar Ebook
১. অর্জুন সমগ্র ১
২. অর্জুন সমগ্র ২
৩. অর্জুন সমগ্র ৩
৪. অর্জুন সমগ্র ৪
৫. আয় সুখ যায় সুখ
৬. উজান গঙ্গা
৭. কারভাল্লুর বাক্স
৮. চব্বিশ ঘণ্টার ঈশ্বর
Zafar Iqbal Ebooks
১. মহাকাশে মহাত্রাস
২. দলের নাম ব্ল্যাক ড্রাগন
৩. কপোট্রনিকের সুখ দুঃখ
৪. শিকারি
৫. সিনাপ্সুগুতিয়া
৬. ফোবিয়ানের যাত্রী
৭. ফিনিক্স
৮. প্রোজেক্ট নেবুলা
Anisul Haque Ebooks ১. ছাপাখানায় ভূত
২. সেজুতি তুমার জন্য
৩. গুধুলি
৪. মা
৫. ভালবাসা মন্দবাসা
৬. অসমাপ্ত চুম্বনের উনিশ বছর পর
৭. ফাজিল
৮. বিকেল বেলার গল্প
Kazi Anowar Hossain/ Masud Rana Series Ebook ১. জাত গুখোর
২. কাল নকশা
৩. অন্ধকারের বন্ধু
৪. অরক্ষিত জলসীমা
৫. আই লাভ ইউ ম্যান (সম্পূর্ণ)
৬. দুর্গম দুর্গ
৭. আগুন নিয়ে খেলা
৮. নর পিশাচ
৯. অগ্নিপুরুষ
১০. ক্রাইম বস
Bangla Onubad Ebooks
১. নেশা
২. অভিশপ্ত হীরা
৩. ক্রেটিওনা
৪. ট্রেজার আইল্যান্ড
৫. দ্যা ম্যান হু লাফস
৬. হ্যারি পটার_ দ্যা চেম্বার অফ সিক্রেটস ১
৭. হ্যারি পটার_ দ্যা চেম্বার অফ সিক্রেটস ২
৮. টারজান
Taslima Nasrin Ebook
১. কিছুক্ষণ থাক
২.
৩. লজ্জা
৪. দ্বিখণ্ডিত
Sottojit Ray Ebooks
১. হত্যাপুরী
২. মুল্লা নাসিরুদ্দিন
৩. লন্ডনে ফেলুদা
৪. অপ্রকাশিত ফেলুদা
Sunil Gongopadhay Ebooks ১. কাকাবাবু ও মরনফাদ
২. বিজয়নগরের হীরে
৩. কলকাতার জঙ্গলে
ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেয। ইসলামিক বিভিন্ন সাইট গুলো তে আপনাকে স্বাগতম  কোরআন শরীফ

_________________________________________
 http://quraanshareef.org/ হাদিস শরীফ
http://www.hadithshareef.org/   বিভিন্ন ইসলামিক আর্টিকেল পড়ার জন্য
http://islamibd.com/home কোরআন শরীফের এমপিথ্রি ডাউনলোড করার জন্য
http://freequranmp3.com ইসলাম পিডিয়া
http://islampedia.info/index.php কি ভাবে জাকাত দিবেন
http://www.zakatguide.org ইসলাম হাউস
http://www.islamhouse.com/s/9739 বিডি ইসলাম
http://www.bdislam.com ইসলাম নেট ডটকম
http://www.islam.net.bd মাসিক-আত-তাহরিক
http://www.at-tahreek.com কোরআন শরীফ (আরবি-বাংলা ও ইংরেজি অর্থসহ)
http://islamdharma.com/ কোরআন শরীফ এমপি থ্রি (আরবি-বাংলা-ইংরেজি) ডাউনলোড
http://quranbangla.weebly.com/index.html কোরআনের আলো
http://www.quraneralo.com বাংলা কিতাব

 http://www.banglakitab.com/index.htm_________________________

ইসলামিক বুক, ক্বেরাত-গজল ও ইসলামিক ইউনিভার্সিটির ওয়েবসাইট সমূহ কুরআন, হাদীস, ফতওয়া, খুতবা, দরস কিতাব, অডিও ভিডিও ইত্যাদির ওয়েবসাইট
_____________________________________________
 www.muslimmultimedia.c
www.daawa-info.net
ইসলামিক এই ওয়েবসাইটে অনেক ইসলামি ভিডিও আছে ।
www.al-islam.com
www.muslimuzbekistan.net
www.jamalshaker.com
www.audio.islamweb.net
www.quranrecites.com
www.islamway.com
www.banglaislam.com
www.islamonline.net
www.islamicwell.com
www.qurancomplex.com
www.islampedia.info
www.islamweb.net
www.quranmahfil.com
www.banglakitab.com
www.muslim-names.co.uk
ইসলামী লাইব্রেরী ওয়েবসাইট
www.al-eman.com
www.darelfikr.com
www.shamela.ws
www.arabic-islamic-books.com
www.almaktaba-alassrya.com
www.pdfbooks.net
www.makhtoot.com
www.tafsir.com
www.islampedia.info/banglakitab.php
www.university.arabsbook.com
www.banglakitab.com
www.saaid.net
ইসলামী পত্রিকা
www.banglakitab.com/emaniyat
www.alkawser.com
www.at-tahreek.com
www.islambarta.com
www.sotterdak.com
www.songskar.com
মুসলিম ব্যক্তিত্ব সর্ম্পকিত ওয়েবসাইট
ইমাম গাযালী www.ghazaly.mohdy.com
তাকী উসমানী www.muftitaqiusmani.com
আব্দুল্লাহ ইবনে বায www.binbaz.org.sa
সালেহ আল উসাইমীন www.ibnothaimeen.com
ড. জাকির নায়েক www.irf.net
আল্লামা ইকবাল www.allamaiqbal.com
বিদ্রোহী কবি কাজী নজরুল www.nazrul.org
মাও. জালালুদ্দীন রুমী www.romionfire.com
উমর খৈয়াম www.okonlife.com
ইবনে সীনা www.ibn-sina.com
কবি হাফিজ সিরাজ www.hafizonlove.com
মুফতী ইউছুপ সোলতান www.yousufsultan.com
ইসলামিক ইউনিভার্সিটি সংক্রান্ত ওয়েবসাইট
ইউনিভার্সিটি ভর্তি সংক্রান্ত www.varsityadmission.com
দারুল উলুম দেওবন্দ, ভারত www.darululoom-deobang.com
মদীনা ইউনিভার্সিটি, সৌদী আরব www.iu.edu.sa
উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা, সৌদী আরব www.uqu.edu.sa
আল-আযহার ইউনিভার্সিটি, মিশর www.azhar.edu.eg
www.azharway.com
নাদওয়াতুল উলামা, ভারত www.nadwatululama.org
ফতওয়া সংক্রান্ত সাইট
www.darulifta-deobond.org
www.al-mawrid.org-ইসলামিক এই ওয়েবসাইটে অনেক ইসলামি ভিডিও আছে ।
www.fatwa-online.com
www.fatwaislam.com
www.daruliftabd.org
আরো বিভিন্ন ওয়েবসাইট
দুই শতাধিক কারীর তেলাওয়াত www.islampedia.info
কুরআন, তাফসীর, তাজবীদ ইত্যাদি www.quranexplorer.com
অডিও সম্পূর্ণ কোরআন www.elsharawy.com
ইসলামী অর্থনীতি সংক্রান্ত www.albalagh.net/islamic_economics
সরাসরি ভূ-দর্শন www.wikimapia.org
মসজিদে হারামের চিত্র সম্প্রচার www.live.gph.gov.sa
মক্কার কিছু গুরুত্বপূর্ণ তথ্য www.makkawi.com
তিন সহস্রাধিক টিভি চ্যানেল www.wwitv.com
আরবী সাহায্য সংস্থা www.eslahhwf.org
দৈনিক পত্রিকাসহ বাংলাদেশের কিছু তথ্য www.goldenbangladesh.com
বাংলাদেশ ইমিগ্রেশন www.immi.gov.bd


_________________________


আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
অভিজিৎ রায়
(২০০৫, পরিবর্ধিত সংস্করণ ২০০৬)

সায়েন্স ফিকশানঃ “যারা বায়োবোট”
জাফর ইকবাল

আপেক্ষিকতা
আলবার্ট আইনস্টাইন
৩.৫ মেগাবাইট
৬৫ পৃষ্ঠা



আবিষ্কারের নেশায়
আব্দুল্লাহ আলো -মুতী
২.৭৪ মেগাবাইট
৭৯ পৃষ্ঠা

আজকের বিজ্ঞান ও বাংলাদেশ
আব্দুল্লাহ আলো -মুতী
৪.৫২ মেগাবাইট
১২২ পৃষ্ঠা

অভিকর্ষ
জর্জ গ্যামাও
২.১৬ মেগাবাইট
৫০ পৃষ্ঠা

বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসু
সুমন্ত রায়
২.৫৫ মেগাবাইট
৭৪ পৃষ্ঠা


বিজ্ঞানের বিষ্ময়
আব্দুল্লাহ আল-মুতী
২.৪ মেগাবাইট
৮৯ পৃষ্ঠা

বিজ্ঞানের বিচিত্র কাহিনী
ডঃ মুহাম্মদ কুদরত-এ-খুদা
২.৯ মেগাবাইট


বিজ্ঞানঃ রান্নাঘরে ও জাদুঘরে
মুহাম্মদ ইব্রাহীম
৫.২৪ মেগাবাইট
১১৪ পৃষ্ঠা

কসমস
কার্ল সাগান
অনুবাদঃ আসাদ ইকবাল মামুন
৫.৮৯ মেগাবাইট
১৮০ পৃষ্ঠা

চার্লস ডারউইনের জীবনী
৩.৩২ মেগাবাইট
১০৮ পৃষ্ঠা


বিচিত্র সব ডায়নোসর
২.২০ মেগাবাইট
৭৫ পৃষ্ঠা


বিজ্ঞানের বিষ্ময়ঃ এক্স -রে
ডাঃ নাজমুল আলম
২.৩১ মেগাবাইট
৫৯ পৃষ্ঠা

জ্যোতির্বিদ্যার খোশখবর
ইয়াকভ পেরেলমান
অনুবাদঃ শুভময় ঘোষ
৬.৭৮ মেগাবাইট


জীবকোষ
কার্ল পি সোয়ানসন
১০ মেগাবাইট



জীবাণুতত্ত্ব
এবনে গোলাম সামাদ
৭.৪৩ মেগাবাইট
২১৬ পৃষ্ঠা


সকলের জন্য পদার্থবিদ্যা-১
ভৌতবস্তু
ল লানদাঊ এবং আ কিতাইগারেদস্কি
৭.৪২ মেগাবাইট
১৬৩ পৃষ্ঠা

পরমাণুর রাজ্যে
আইজ্যাক আসিম্যাভ
৪.১৫ মেগাবাইট
২০৭ পৃষ্ঠা



এটম বোমার ইতিবৃত্ত
২.৬৭ মেগাবাইট
৯৪ পৃষ্ঠা


আমাদের শিক্ষা কোন পথে
আব্দুল্লাহ আল-মুতী
৭.৫৭ মেগাবাইট
১৭২ পৃষ্ঠা


বিজ্ঞানে মুসলমানদের দান
এম আকবর আলী
১১.৬ মেগাবাইট
১৯২ পৃষ্ঠা


এ বি সি অব রিলেটিভিটি
বার্টান্ড রাসেল
৪.০৪ মেগাবাইট
১৩৯ পৃষ্ঠা


যে সব মুসলীম মনীষী বদলে দিয়েছেন পৃথিবী
মুনীর তৌসিফ
৫.১০ মেগাবাইট


অব্যাক্ত
জগদীশচন্দ্র বসু
৪.১৪ মেগাবাইট
১২৩ পৃষ্ঠা



মৌলিক পদার্থ
সৌয়দ মোহাম্মদ ছালেহউদ্দিন
২.৫ মেগাবাইট


মেরী কুরি
১.৫৪ মেগাবাইট
২৪ পৃষ্ঠা


মহাশূন্য এবং পৃথিবী
জাকারিয়া স্বপন
২.৯৬ মেগাবাইট
১০৮ পৃষ্ঠা


নক্ষত্র পরিচয়
২.১৪ মেগাবাইট
৭০ পৃষ্ঠা


প্রাণরসায়ন শব্দকোষ
আ ন ম সিরাজউদ্দীন
৫.৯৩ মেগাবাইট
১৩১ পৃষ্ঠা


পরজীবি প্রাণীর কথা
রেজাউর রহমান
৩.৫৭ মেগাবাইট
৭৫ পৃষ্ঠা


পরমাণু- শক্তি
সুব্রত বড়ুয়া
২.০৬ মেগাবাইট

প্ল্রেটো,দর্শন ও রাষ্ট্রচিন্তা

২.১৫ মেগাবাইট
৪৮ পৃষ্ঠা

শিক্ষা ও বিজ্ঞানঃ নতুন দিগন্ত

আব্দুল্লাহ আল্-মুতী
৩.৯২ মেগাবাইট
১৪০ পৃষ্ঠা


কিডনী রোগ
অধ্যাপক মতিউর রহমান
হোসনে আরা বেগম
৬.৪৭ মেগাবাইট
২৫৬ পৃষ্ঠা
কৃষ্ণগহবর ও শিশু মহাবিশ্ব
স্টিফেন হকিং
৪.৬৮ মেগাবাইট
১৬০ পৃষ্ঠা
কালের সংক্ষিপ্ত ইতিহাস
স্টিফেন হকিং
৬ মেগাবাইট
১৭৬ পৃষ্ঠা
স্টিফেন হকিং :জীবনী
২.৫৫ মেগাবাইট
৭৫ পৃষ্ঠা
উপমহাদেশের কয়েকজন বিজ্ঞানী
২.৭৬ মেগাবাইট
সাইন্স ফিকশান সমগ্র-১
আইজ্যাক আসিম্যাভ (৫ টি)
১.৮৯ মেগাবাইট
৪৮ পৃষ্ঠ
সাইন্স ফিকশান সমগ্র- ২
আইজ্যাক আসিম্যাভ (৫ টি)
২.৮০ মেগাবাইট
৬৮ পৃষ্ঠা


বাইবেল,কোরআন ও বিজ্ঞান
ডাঃ মরিস বুকাইলি

গ্রহান্তরের আগন্তুক
রামকৃষ্ণ চট্টোপাধ্যায়

সায়েন্টিস্ট শায়লা
 মোস্তফা কামাল
download link

Read Full Post