Thursday, 15 August 2013

উইন্ডোজ ৭-এর সাথে উইন্ডোজ ৮ ব্যাবহার করুন নিশ্চিন্তে!!!




সালাম নিবেন সবাই, আমরা যারা এখন ও উইন্ডোজ ৭-এ উইন্ডোজ ৮ ইন্সটল করেনি। তাদের জন্য এই পোস্ট। অনেকেই উইন্ডোজ ৮ উইন্ডোজ ৭ এর উপর ইন্সটল করতে যেয়ে সমস্যায় পড়েন। পড়ে উইন্ডোজ ৭ এ দেখা দেয় বুট সেক্টর ইরর। তাই, এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনি উইন্ডোজ ৭এর ড্রাইভকে স্রিঙ্ক (Shrink) করে তার উপর উইন্ডোজ ৮ ইন্সটল করতে পারেন অর্থাৎ আরেকটি পার্টিশন বাড়িয়ে উইন্ডোজ ৮ ইন্সটল করা। এতে আপনার উইন্ডোজ ৭ যেমন অক্ষত থাকবে ঠিক তেমনি উইন্ডোজ ৮ ও নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবেন। কিভাবে করবেন?নিচের ছবি এবং ইন্সট্রাকশনগুলো দেখুনঃ ১. Run -> Cmd -> diskmgmt.msc টাইপ করে ইন্টার চাপুন। অথবা, Start > Control Panel > Performance and Maintenance > Administrative Tools. এখন, Computer Management ডবল-ক্লিক করুন। বাম দিক থেকে Disk Management সিলেক্ট করুন।অনেকটা নিচের ছবির মত দেখতে পাবেন। ২. আপনার উইন্ডোজ ৭ ড্রাইভের উপর রাইট-ক্লিক করে Shrink Volume সিলেক্ট করুন।




৩. খালি জায়গা থেকে ১৬০জিবি নিতে পারেন উইন্ডোজ ৮এর জন্য। সাধারণত ২০জিবি হলেই উইন্ডোজ ৮ চলে।




৪. এখন, “unallocated” লেখাটিসহ আরেকটি পার্টিশন C: ড্রাইভের পাশে দেখতে পাবেন। এখন, রাইট ক্লিক করে “Format Partition” ক্লিক করুন।




৫. এখন, ড্রাইভটিকে আপনার পছন্দসই নাম দিন। যেমনঃ




৬. এখন, উইন্ডোজ ৮ এর ডিভিডি থেকে কম্পিউটার বুট করুন কম্পিউটার রিস্টার্ট করে।




কিবোর্ডের যেকোন কী চাপুন। ৭. Language এর পর “Install Now” ক্লিক করুন।




৮. প্রোডাক্ট কী দিয়ে Next চাপুন।




“Custom” চাপুন।




১০. আপনার নতুন পার্টিশন করা ড্রাইভটিকে (Windows 8 ) সিলেক্ট করুন। তারপর, NEXT করে বাকি প্রসেসগুলো সম্পূর্ণ করুন।




১১. ব্যাস হয়ে গেল, আপনি ইচ্ছে করলে উইন্ডোজ ৮ অথবা, উইন্ডোজ ৭ যেকোন একটিকে ডিফল্ট অপারেটিং সিস্টেম করতে পারবেন।



কোন অসুবিধা হলে জানাবেন।

0 comments:

Post a Comment