Saturday, 1 February 2014

সফটওয়্যার ছাড়া ফোল্ডারের পাসওয়ার্ড - এবার ফোল্ডার এর নাম গায়েব করুন

সফটওয়্যার ছাড়াও ফোল্ডারের password দেয়া যায়। সেজন্য যে ফোল্ডারটির password দিতে চান সেই ফোল্ডারের উপর মাইস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে send to অপশনের compressed (zipper) folder - ক্লিক করুন। ফলে ফোল্ডারটি zip folder - রুপান্তরিত হবে। এখন  zip folder - মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করি এবং open with অপশনেরcompressed (zipper) folder - ক্লিক করি। এখন নতুন যে উইনডোটি আসবে সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password - ক্লিক করতে হবে এবং password confirm password - একই password দিয়ে OK করতে হবে। তারপর ফোল্ডার খুলে দেখুন আপনার password হয়ে গেছে।

এবার ফোল্ডার এর নাম গায়েব করুন____

 আজ আপনাদের ফোল্ডার এর নাম কিভাবে গায়েব করতে হয় টা দেখাব, প্রথমে যেকোনো ফোল্ডার এর উপর right click দিয়ে rename এ যান,এখন backspace press করে alt চাপ দিয়ে দরে রেখে 0160 press করুন এবার enter চাপ দিয়ে মজা দেখুন্‌।

0 comments:

Post a Comment