Sunday, 2 February 2014

এখন ফোল্ডার আইকন হিসেবে আপনার নিজের ছবি ব্যবহার করুন-Create Undeleteble Folder 3. একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে

প্রথমে আপনার ছবি বাছাই করুন এর পর আপনার ছবিটি পেইন্ট এর মাধ্যমে আপনার ছবি দিন ছবিটি থাকবে bmp Format করে Save করুন এর পর ছবিটি কাট/কপি করে C: Drive>Windows> System32> Past করুন এবার আপনি নতুন ফোল্ডার করে কার Properties> Customize>Change logo>   Browser>এখন আপনার ছবি যে নাম দিয়ে ছিলেন সেটা খুজুন এবং সিলেক্ট করে Ok>Apply> ok এবার দেখুন আপনার ছবি আইকন হয়ে গেছে। 

Create Undeleteble Folder

সেই ঐতিহাসিক ফোল্ডার :
সেই ঐতিহাসিক ফোল্ডার যা সহজে ডিলিট হবে না; ফোল্ডারের নাম পরিবর্তন তো দূরের কথা। কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আনডিলিটেবল ফোল্ডার বানানো যায়।

১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ করুন।
৪) যেই ড্রাইভে আনডিলিটেবল ফোল্ডার তৈরি করতে চান সেই ড্রাইভের নাম লিখুন । যেমন F:
৫) Enter প্রেশ করুন।
৬) এবার লিখুন md এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন।
৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন
৮) Enter প্রেশ করুন।
*********************
হা হা এবার F ড্রাইভে গিয়ে দেখুন । lpt1 নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যা ডিলিট করতে চাইলে নিচের  এই ম্যাসেজটি দেখাবে আর ডিলিট হবে না এবং রিনেইমও হবে না।
এইভাবে তৈরি করুন lpt1, lpt2, lpt3, lpt4, lpt5………………., com1, com2, com3………..ইত্যাদি নামে আরো অনেক আনডিলিটেবল ফোল্ডার।

3. একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে 

1. প্রথমে একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > Press করুন Alt + 255 +লিখুন Sihab > Enter প্রেস করুন।
2. দ্বিতীয় বার আর একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > লিখুন Sihab > Enter প্রেস করুন।
3. তৃতীয় বার আর একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > লিখুন Sihab + Press করুন Alt + 255 > Enter প্রেস করুন।
  ব্যাস হয়ে গেল একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে।







0 comments:

Post a Comment