এই সাইটে ব্রাউজার, মেসেঞ্জার, মিডিয়া প্লেয়ার, ইউটিলিটি, এন্টি-ভাইরাস থেকে শুরু করে ব্যবহারকারীদের কাছে বেশি জনপ্রিয় বিনা মূল্যের সফটওয়্যারগুলোর তালিকা পাওয়া যাবে। সেখান থেকে নিজের দরকারি প্রোগ্রামগুলো টিক দিয়ে বাছাই করতে হবে। তারপর Get Installer নামের সবুজ রঙের বোতামটি ক্লিক করলে কয়েক কিলোবাইটের একটি কাস্টম ইনস্টলার তৈরি হবে। ইনস্টলারটি কম্পিউটারে নামিয়ে নিয়ে চালু করতে হবে। তখন যেসব সফটওয়্যার বাছাই করা হয়েছিল, সেগুলোর সর্বশেষ সংস্করণ তাদের স্বীকৃত ওয়েবসাইট বা উৎস থেকে আপনা-আপনি ডাউনলোড হয়ে ইনস্টল হতে থাকবে। এ ক্ষেত্রে কম্পিউটারটিকে ইন্টারনেট সংযোগ রাখা ছাড়া ব্যবহারকারীকে আর কিছুই করতে হবে না। নিশ্চিন্তে অন্য কাজ করতে থাকুন, একসময় দেখবেন সব প্রোগ্রাম নিজে থেকেই একে একে ইনস্টল হয়ে গেছে। ডেস্কটপে যুক্ত হওয়া সফটওয়্যারগুলোর শর্টকাট দেখেই বোঝা যাবে কোন কোন সফটওয়্যার ইনস্টল হয়েছে। ঝামেলামুক্ত এই ইনস্টলে কোনো টুলবার বা অতিরিক্ত জাঙ্ক ফাইল জমা হবে না। ইনস্টল করা সফটওয়্যারগুলো পরবর্তী সময়ে হালনাগাদ করতে চাইলে নামানো ইনস্টলারটি আবার চালু করলেই হবে। এভাবে বাঁচানো যাবে নিজের মূল্যবান সময়, কমবে ঝামেলা।
—মঈন চৌধুরী
0 comments:
Post a Comment