Sunday, 2 February 2014
পিসিতে ফোল্ডার নেম লিখুন বাংলাতে
১। ডেস্কটপে খালি জায়গায় রাইট-বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
২। Display Properties ওপেন হবে। Appearance ট্যাবে গিয়ে Advanced বাটনে ক্লিক করুন।
৩। Advanced Appearance বক্স ওপেন হবে। Item মেন্যু থেকে Icon সিলেক্ট করুন।
৪। ডিফলট ফন্ট থাকে Tahoma এবং ফন্ট সাইজ ৮। ফন্ট পরিবর্তন করে
Vrinda সিলেক্ট করুন এবং ফন্ট সাইজ পছন্দ মত সিলেক্ট করুন। OK
Apply দিন।
৫। এবার ফোলডার নেম টাইপ করার সময় বাংলা এনাবল করে টাইপ করলেই হবে। ইউনিকোড কিবোর্ড ম্যানেজার হিসেবে আমার পছন্দ Unijoy।
৬। এই লিংক থেকে বিনামূল্যে Unijoy ডাউনলোড করতে
0 comments:
Post a Comment