ড্রপ বক্স (www.dropbox.com): ড্রপ বক্স আপনাকে তথ্য রাখার জন্য ২.৫ গিগাবাইট জায়গা দেবে।
স্কাই ড্রাইভ (www.skydrive.com): উইন্ডোজ লাইভ ও হটমেইল ব্যবহারকারীরা স্কাই ড্রাইভ ব্যবহার করতে পারবেন। এটি মাইক্রোসফটের একটি সেবা। এখানে আপনি ২ গিগাবাইট জায়গা পাবেন তথ্য রাখার জন্য।
গুগল ড্রাইভ (http://drive.google.com): গুগল ড্রাইভ আপনাকে দেবে ৫ গিগাবাইট জায়গা। কিন্তু এ জন্য আপনার একটি জি-মেইল অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে রাখা ফাইলগুলো খুব সহজেই শেয়ার করতে পারবেন অন্যদের সঙ্গে।
সুগার সিঙ্ক (www.sugarsync.com): এখানে আপনি ৫ গিগাবাইট জায়গা পাবেন।
এনআই মিডিয়া (www.mimedia.com): এনআই মিডিয়া আপনাকে দেবে সবচেয়ে বেশি জায়গা, পুরো ৭ গিগাবাইট।
প্রতিটি অনলাইন ব্যাকআপ সার্ভিসের ক্ষেত্রেই আপনি সেবাদাতার সেবার কথা যতজনের সঙ্গে শেয়ার করবেন, অনলাইনে ব্যাকআপের জন্য তত বেশি জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।—ফয়সাল হাসান
0 comments:
Post a Comment