Thursday, 29 August 2013

বিনা মুল্যে অনলাইন ব্যাকআপ

ব্যক্তিগত ছবি, ভিডিও, প্রিয় গান, মুভি, প্রয়োজনীয় ডকুমেন্ট—অনেক কিছুই রয়েছে আপনার কম্পিউটারে। এসব কিছু রেখেছেন খুব যত্নে। কিন্তু আপনি কি জানেন, সামান্য একটু ভুলেই অথবা হার্ডডিস্ক ক্রাশ করলেই খুব সহজেই চিরতরে হারাতে পারেন এসব মূল্যবান তথ্য। এর সমাধান কী? হ্যাঁ, ডিভিডিতে কপি করে রাখতে পারেন, কিন্তু ডিভিডিতে এসব তথ্য রিডেবল বা পড়ার মতো থাকবে সামান্য কটা দিন, কিন্তু এরপর? সে জন্য এসব তথ্যের অনলাইন ব্যাকআপ রাখাটা জরুরি। আর আপনার সুবিধার জন্য এমন কিছু অনলাইন ব্যাকআপ সেবার ঠিকানা নিচে দেওয়া হলো, যেগুলো কিনা আপনার তথ্য সংরক্ষিত রাখে একেবারে নিরাপদে, গোপনীয়তার সঙ্গে।
ড্রপ বক্স (www.dropbox.com): ড্রপ বক্স আপনাকে তথ্য রাখার জন্য ২.৫ গিগাবাইট জায়গা দেবে।
স্কাই ড্রাইভ (www.skydrive.com): উইন্ডোজ লাইভ ও হটমেইল ব্যবহারকারীরা স্কাই ড্রাইভ ব্যবহার করতে পারবেন। এটি মাইক্রোসফটের একটি সেবা। এখানে আপনি ২ গিগাবাইট জায়গা পাবেন তথ্য রাখার জন্য।
গুগল ড্রাইভ (http://drive.google.com): গুগল ড্রাইভ আপনাকে দেবে ৫ গিগাবাইট জায়গা। কিন্তু এ জন্য আপনার একটি জি-মেইল অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে রাখা ফাইলগুলো খুব সহজেই শেয়ার করতে পারবেন অন্যদের সঙ্গে।
সুগার সিঙ্ক (www.sugarsync.com): এখানে আপনি ৫ গিগাবাইট জায়গা পাবেন।
এনআই মিডিয়া (www.mimedia.com): এনআই মিডিয়া আপনাকে দেবে সবচেয়ে বেশি জায়গা, পুরো ৭ গিগাবাইট।
প্রতিটি অনলাইন ব্যাকআপ সার্ভিসের ক্ষেত্রেই আপনি সেবাদাতার সেবার কথা যতজনের সঙ্গে শেয়ার করবেন, অনলাইনে ব্যাকআপের জন্য তত বেশি জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।—ফয়সাল হাসান

0 comments:

Post a Comment